Top News

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণ হিসেবে আমেরিকার নাম উল্লেখ করলেন আয়াতুল্লাহ আল খামেনী

 মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য আমেরিকা ও ইসরাইলকেই দোষী বললেনঃ আয়াতুল্লাহ আল খোমেনী। 


মধ্যপ্রাচ্যে সংঘাতের জন্য আমেরিকাকেই দায়ী করলেন খোমেনী

মধ্যপ্রাচ্যে হামাস, হিজবুল্লাহ, হুতি ও তেহরানের সঙ্গে ইসরাইলের দ্বন্দ্বের ‍মূল কারণ ব্যাখ্যা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। 

তেহরানে একদল জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বুধবার এক বৈঠকে এ ব্যাখ্যা প্রদান করেন তিনি। (খবর ইরনা নিউজের)

তিনি আঞ্চলিক উত্তেজনা ও যুদ্ধের জন্য ‘যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশকে’ দোষারোপ করেছেন। 

খামেনি বলেন, তারা মিথ্যাভাবে দাবি করে যে তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছে বরং এ অঞ্চলে শান্তি চাইলে তাদেরই এখান থেকে সরে যাওয়া উচিত।

তারা যদি এ অঞ্চলে তাদের অপতৎপরতা বন্ধ করে, তাহলে নিঃসন্দেহে এসব সংঘাত সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এবং এখানকার মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে।

তিনি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তবে কোনো বৈঠক স্থগিত করেননি। 

ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিয়েছেন দেশটির এই সর্বোচ্চ নেতা।

Post a Comment

Previous Post Next Post